ত্যাগী ও সংগ্রামী নেতারা বঞ্চিত হচ্ছে -ছানোয়ার হোসেন
টাঙ্গাইল সদর - ৫ আসনের স্থানীয় সংসদ আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন টাঙ্গাইলের রাজনীতিতে একটি সুবাতাস এসেছে কিন্তু সেই সাথে টাঙ্গাইলে রাজনীতিতে আবার কিছুটা অকার্যকর বিষয় রয়েছে ত্যাগী ও সংগ্রামী নেতা যারা আওয়ামীলীগের র্দূরসময়ে দলকে সুসংগঠিত করেছে তারা কিন্তু আজ সকল বিষয় বিভিন্ন দিক থেকে বঞ্চিত হচ্ছে কাজেই ত্যাগী ও সংগ্রামী নেতারা যেন আজ বঞ্চিত হয় না, সেজন্য আমন্ত্রতিত অতিথি বৃন্দের দৃষ্টি আর্কষন করেন। জাতীয় শ্রমিক লীগ টাঙ্গাইল জেলা শাখার ত্রি বার্ষিক কাউন্সিল অধিবেশন- ২০১৭ বিশেষ অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।