ফিরছেন জিৎ-কোয়েল জুটি
উত্তম-সুচিত্রা থেকে শুরু করে প্রসেনজিত-ঋতুপর্ণা টলিউডে নানা সময়ে রাজ করেছে এক একটি জুটি। তবে জুটির জমানা এখন আর প্রায় নেই বললেই চলে। প্রত্যেক ছবির সঙ্গেই বদলে যায় রসায়নের সমীকরণ।
এই যেমন জিৎ- কোয়েলের জুটি সহজেই দর্শক মনে জায়গা করে নেয় তো অন্যদিকে জিৎকে নুসরতের সঙ্গেও দেখতে পছন্দ করে দর্শক। আবার একদিকে দেব-শুভশ্রী জুটি যেমন হিট তেমনই হিট জিৎ-শুভশ্রী জুটিও।
তাই জুটি নিয়ে মাতামাতিটা ইদানিংকালে বেশ কমে গিয়েছে টলিউডে। তবে তারই মাঝে কিছু অভিনেতা অভিনেত্রী আছেন যাদের একসঙ্গে বড়পর্দায় দেখতে পছন্দ করেন দর্শক।
সাম্প্রতিককালে ডুমুরের ফুল হয়েছেন জিৎ। বছরে দুটি কি তিনটি ছবি। অথচ অভিনয় থেকে স্টাইল সবেতেই তাঁর বাজিমাত। তাঁর মহিলা ফ্যান ফলোয়িং সত্যিই ঈর্ষণীয় বাকি অভিনেতাদের কাছে। কিন্তু পুজোতে ভাঁড়ে মা ভবানী। একটিও ছবি আসছে না নায়কের। এমনকি বছরের শুরুতেও না।
তবে ঝুলিতে রয়েছে ‘বস টু’। যার শ্যুটিং এখনও শুরু হয়নি। তবে গুঞ্জন বলছে, টলিপাড়ার নতুন পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের পরবর্তী ছবিতে কাজ করতে চলেছেন তিনি।
