নন্দীগ্রামে ৫ কেজি গাঁজা সহ আটক ১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮ | ৫১৭

বগুড়ার নন্দীগ্রামে ৫ কেজি ২শ গ্রাম গাঁজা ও এ্যাপাচী মটরসাইকেল সহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে নন্দীগ্রাম থানার ওসি নাসির উদ্দিন এর নেতৃত্বে এসআই আলী আকবর সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কৈগাড়ী নামক স্থানে বিভিন্ন যানবাহনে চেকিং করছিল ।

এসময় বগুড়া থেকে রাজশাহী গামী একটি এ্যাপাচী (কুড়িগ্রাম-ল-১১-০৫৩০) মটরসাইলের গতিরোধ করে চেকিং করার সময় ব্যাগের ভিতর লুকানো ৫ কেজি ২শ গ্রাম গাঁজা সহ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার আব্দুর রহীমের ছেলে রানা আহম্মেদ (৩৬) কে আটক করে।

থানার ওসি নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বগুড়া কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।