টেকনাফে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
 
												 
																			কক্সবাজারের টেকনাফে র্যাব সদস্যরা ক্রেতা সেজে অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবাসহ আশ্রয় নেয়া দুই রোহিঙ্গাকে আটক করেছে।
১৬ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টার দিকে র্যাব-৭ টেকনাফ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলার লেদা টাওয়ারস্থ বাজার হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন লেদা নতুন রোহিঙ্গা বস্তির এ ব্লকের মৃত আফাজ উদ্দিনের ছেলে আসাদুল্লাহ (৩৮) ও নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের মো. ইসমাইলের ছেলে আবদুর রহিম (২৬)।
উপস্থিত লোকজনের সামনে তাদের দেহ তল্লাশি করে ৮০ লাখ টাকা মূল্যের ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা পাওয়া যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার র্যাব-৭ কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
 
                         
 
             
            