ঠাকুরগাঁও এ দেশটাকে পরিষ্কার করি দিবস পালিত

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩০ পিএম, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮ | ৩২৪

"চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই" এ স্লোগানকে সামনে রেখে পরিবর্তন চাই এর আয়োজনে সারা বাংলাদেশের ন্যায় ঠাকুরগাঁও এ আজ পালিত হল দেশটাকে পরিস্কার করি দিবস-২০১৮।

সারা দেশের প্রায় ১৬৪ টি জেলা উপজেলায় আজ একযোগে সকাল ১১.০০ টা থেকে ১.০০ টা অব্দি চলে।

সেই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলা পরিবর্তন চাই কমিটির উদ্দেগ্যে আজ সকাল ১১.০০ টায় জেলা জর্জকোর্ট বটমূল থেকে শুরু হয়ে শহরে মুল জায়গাগুলো পরিষ্কার করে। পরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার করে সেখানে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে প্রোগ্রামটি শেষ হয়।

জেলা কমান্ডার মামুন আবদুল্লাহ বলেন, চতুর্থ বারের ন্যায় এবারও আমরা একযোগে সারা দেশে পালন করলাম। আমরা মনে করি এই কর্মসূচির মাধ্যমে সাধারন মানুষ যেখানে সেখানে ময়লা না ফেলে ডাস্টবিন এ ফেলবে এবং আমরা ময়লামুক্ত বাংলাদেশ দেখবো। পরে সকল অংশগ্রহনকারী সদস্যদের শপথ বাক্য পাঠ করিয়ে কর্মসূচি সম্পাতি ঘটে।