কালিহাতীতে র‌্যাবের হাতে ইয়াবা ও হেরোইনসহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮ | ৬৮৬

৫১৯ পিস ইয়াবা ও ২ (দুই) গ্রাম হেরোইনসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাবের সদস্যরা।

বৃহস্প্রতিবার রাতে ১১ টাঙ্গাইল জেলার কালিহাতি থানার মহেলা মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কালিহাতী উপজেলার মহেলা গ্রামের মোঃ ইমান আলীর ছেলে মোঃ মামুন (৩১) ও টাঙ্গাইল সদর থানার  মৃত আমানত আলীর ছেলে মোঃ শামীম (২৫) ।

টাঙ্গাইল র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মাদ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল কালিহাতি থানার মহেলা মধ্যপাড়া মোঃ ইমান আলী পিতা মৃত আজগর আলীর চৌচালা টিনের ঘরের সামনে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ৫১৯ পিস ইয়াবা ও ২ (দুই) গ্রাম হেরোইনসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ।

সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কালিহাতি থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা ট্যাবলেট ও হেরোইন সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।

র‌্যাব আরোও জানায়, র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।