টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে মাদক ও জঙ্গিবাদ রোধ সংক্রান্ত আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৩ পিএম, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮ | ৬৮৭

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে জাতীয় শুদ্ধাচার, মাদক, সন্ত্রাস, নাশকতামুক্ত সমাজ গঠন এবং জঙ্গিবাদ রোধ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ শরীফুল হক।

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী সৈয়দ ফারুক আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সায়েদুর রহমান, কেন্দ্রীয় দারুল ইফতা ধুলেচর মাদ্রাসার প্রধান মুফতী আব্দুর রহমান, আদি টাঙ্গাইল রওজাতুল জান্নাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতী নুরুদ্দীন জামালী।

এসময় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।