দেশ গঠনে ভাল মানুষের প্রয়োজন - টাঙ্গাইলের জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮ | ৩২০

টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো: নুরুল আমিন বলেছেন, দেশ গঠনে ভাল মানুষের খুব প্রয়োজন। একজন সাধারণ মানুষ ইচ্ছে করলেই ডিসি, এসপি বা জন-প্রতিনিধি হতে পারেনা, কিন্তু যেকেউ ইচ্ছে করলে একজন ভাল মানুষ হতে পারে।

তিনি আরও বলেন, স্কাউট আন্দোলনের মাধ্যমে সমাজে ভাল মানুষ সৃষ্টি করতে হবে। বর্তমানে ভাল মানুষের খুব অভাব। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজকে মুক্ত করতে স্কাউট আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে।

আজ বৃৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রোভার স্কাউটের আজীবন সদস্য, আজীবন পৃষ্ঠপোষক সদস্য ও দাতা সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাসাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, বাসাইল উপজেলা নাগরিক কল্যাণ পরিষদের সভাপতি মো: ফেরদৌস আলম খান, টাঙ্গাইল ইউসিবিএল ব্যাংকের ব্যবস্থাপক মো: মাহবুবুর রহমান খান, সাব-রেজিট্রি অফিসার খন্দকার নূরুল আমিন, বাসাইলের কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মামুনুর রশীদ, জেলা রোভার স্কাউটের কমিশনার মো: জামাল হোসেন, ট্রেজারার মো: জাহাঙ্গীর হোসেন, সম্পাদক আ: মান্নান, দপ্তর সম্পাদক মিঞ্জু মিয়া, বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: আশিকুর রহমান পলাশ প্রমূখ।