তানভীর হাসান ছোট মনিরের উদ্যোগে ঈদ সামগ্রী ও ফুটবল বিতরণ


১৫ ই আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন ও ঈদ সামগ্রী এবং ফুটবল বিতরণ করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং টাংগাইল -২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী তানভীর হাসান ছোট মনির।
১৮ আগস্ট শনিবার দুপুরে জেলার ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর তালীমুল কোরআন নূরানী মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘদিন যাবত তানভীর হাসান ছোটমনির তার নিজ অর্থায়নে জনসেবামুলক কাজ যাচ্ছেন।
আ. মজিদ মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ভুঞাপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক মনিরুল ইসলাম বাবু, তালীমুল কোরআন নুরাণী মাদ্রাসার সভাপতি শামছুল আলম, সহ সভাপতি মমিনুর রহমান, সদস্য মো. আ. হাই, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. মজিদ মিয়া, সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার ওবায়দুল্লাহ, ফলদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন চর শুশুয়া মসজিদের ইমাম মো. সিরাজ মিয়া ।