ফেইসবুকের স্ট্যাটাস দেখে

সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আব্দুল মোমেন

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৬ পিএম, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭ | ৪২৯

শুধুমাত্র ফেইসবুকের স্ট্যাটাস দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মোমেন। গত ২২ সেপ্টেম্বর ২০১৭ ইং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের মোঃ রতন মিয়ার ছেলে শরিফুল ইসলাম রুদ্র’র ফেইসবুক আইডি[Shariful Islam Rudro] তে একটি সাহায্যের আবেদন জানিয়ে একই গ্রামের আসলাম হোসেনের স্ত্রী রহিমা বেগম(৩৩) গরীব বোনের চোখের অপারেশনের একটি স্ট্যাটাস দেয়া হয় ।

স্ট্যাটাসটি উপজেলার উয়ার্শী ইউনিয়নের রোয়াইল গ্রামের মৃতঃ মতিয়ার রহমান শিক্ষকের ছেলে দেখতে পেয়ে রুদ্র’র সাথে মুঠোফেনে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে চোখের অপারেশনের জন্য অর্থ প্রদান করে সাহায্যের হাত বাড়িয়ে দেন সমাজসেবক আব্দুল মোমেন।

তিনি টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের ৩নং সহ-সভাপতি ও জেলা ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ মানবাধিকার সংস্থার সহ-সভাপতি।
জানা গেছে, সমাজে বিশেষ অবদান, সফল ব্যবসায়ী হওয়ায় নেলসন ম্যান্ডেলা’১৭ অ্যাওয়ার্ড পেয়েছেন আব্দুল মোমেন।