সখীপুরের বি.এল.এস চাষী উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৬ এএম, বুধবার, ১৫ আগস্ট ২০১৮ | ৪৫৮

সখীপুরে বি.এল.এস চাষী উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

এ উপলক্ষে বিদ্যালয়ে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি। তিনি শিক্ষার মান উন্নয়নে যে বিশাল ভ‚মিকা রেখেছেন। বঙ্গবন্ধুর জীবনাদর্শ তরুণ প্রজন্মের মাঝে সঠিকভাবে পৌঁছিয়ে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বুধবার বেলা ১০ টার দিকে বি.এল.এস চাষী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভপতি জনাব আবু সাইদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বি.এল.এস চাষী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব এস.এম আবুল হাশেম,সহকারী প্রধান শিক্ষক জনাব সাইদুর রহমান, জনাব আনোয়ার হোসেন,আব্দুর রশিদ মিঞা, মোহাম্মদ রফিউর রহমান, মোহাম্মদ হারুন আর রশিদ,রুবিনা সিকদার।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বি.এল.এস চাষী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রেজাউল ইসলাম।