সখীপুরে অজ্ঞান পার্টির খপ্পরে একই পরিবারের চারজন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৬ পিএম, রোববার, ১২ আগস্ট ২০১৮ | ৬২৩

টাঙ্গাইলের সখীপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একই পরিবারের ৪ জন সজ্ঞাহীন অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আজ রোববার সকাল ৮ টায় সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্ত্তণখোলা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবদুল আজিজ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, রোববার সকাল ৮টার দিকে রান্নাকৃত খিচুড়ী খাওয়ার পর আবদুল আজিজ মেম্বার (৫৫), তাঁর স্ত্রী সুফিয়া বেগম (৪৫), ছেলের বউ ববিতা আক্তার (৩০) এবং তাঁর সন্তান সিনথিয়া আাক্তার (৩) একে একে অজ্ঞান হয়ে পড়ে। খবর পেয়ে আজিজ মেম্বারের বড় ভাই আকবর আলী তাদেরকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া আজিজ মেম্বার ও তার পরিবারের লোকজনের ধারনা বাড়ির সর্বস্ব লুট করার উদ্দেশ্যেই হয়তো রান্না ঘরে থাকা খাবারে কেউ কিছু মিশিয়েছিল। যা খেয়ে তারা একে একে সবাই অজ্ঞান হয়ে পড়েন।

সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর আলম বলেন- খাদ্যে বিষক্রীড়ার কারণে তাদের এ অবস্থা হতে পারে। আজিজ মেম্বার বাদে বাকিরা এখন আশঙ্কামুক্ত বলেও তিনি জানান।