ফখরুল-খসরু-রিজভীর বিরুদ্ধে দায়ের করা সেই মামলা তদন্তের নির্দেশ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:৪১ পিএম, সোমবার, ৬ আগস্ট ২০১৮ | ৪৯০

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে ঢাকা মহানগর হাকিম এ এইচ এম তোয়াহা অভিযোগের বিষয় তদন্ত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এর আগে, সোমবার সকালে ঢাকা সিএমএম আদালতে এ মামলা দায়ের করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। 

এর আগে সকালে আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী মামলাটি দায়ের করেন। মামলার অপর দুই আসামি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।