বহুরিয়া পালপাড়া শ্রী শ্রী রাধাগোবিন্দ নাটমন্দিরের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, শুক্রবার, ৩ আগস্ট ২০১৮ | ৬২১

মির্জাপুরের বহুরিয়া পালপাড়া শ্রী শ্রী রাধাগোবিন্দ নাটমন্দিরের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য খান আহমেদ শুভ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নাট মন্দিরের উদ্বোধন করেন।

শ্রী জ্ঞান মোহন চন্দ্র পাল এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ মিয়া, ১নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুস সামাদ সিকদার, মহিলা সদস্য শ্রীমতি মনখুশি রানী রাজবংশী।

বহুরিয়া গ্রামের সনাতন ধর্মালম্বীদের সার্বিক সহযোগিতায় প্রতিষ্টিত এই নাটমন্দিরের জন্য ভ‚মি দান করেন শ্রী নারায়ন চন্দ্র পাল।