নৌবন্দরে ১ ও সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত জারি
বৈরী আবহাওয়ার কারণে দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া নৌ বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকাসহ সিলেট, চট্টগ্রাম ও বরিশালের অধিকাংশ জায়গায় আজও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে
