বগুড়ায় টেম্পুর সাথে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

খালিদ হাসান,বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৩ পিএম, সোমবার, ২৮ মে ২০১৮ | ১৯৫
বগুড়ার ধুনটে টেম্পুর সাথে ট্রাকের ধাক্কায় এক ইটভাটার শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ শ্রমিক ।

সোমবার (২৮ মে) সকাল ৬টার দিকে মহাসড়কের চিকাশি-চাপড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম নব উদ্দিন প্রামাণিক (৪৫)। তিনি উপজেলার কালেরপাড়া ইউনিয়নের উত্তর কান্তনগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

থানা পুলিশ  জানায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১২জন শ্রমিক চালাপাড়া গ্রামের একটি ইটভাটায় কাজের উদ্যোগে ভটভটিযোগে রওনা হয়। পথিমধ্যে চাপড়া-চিকাশি গ্রামের মোড়ে পৌঁছে। এসময় ধুনট থেকে জোড়শিমুল বাজারের দিকে আসা মুক্তা-মনি পরিবহন নামে একটি ট্রাকের সাথে যাত্রীবাহী টেম্পুর ধাক্কা লাগে। এতে টেম্পুটি দুমড়ে-মুচড়ে গিয়ে ১১জন শ্রমিক আহত হন।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে নব উদ্দিন প্রামাণিকের মৃত্যু হয়েছে।

এছাড়া নিমগাছি গ্রামের জাহিদুল ইসলাম (৩৫), আব্দুল করিম মণ্ডল (৩৭), আব্দুল খালেক (৪০), সোনাউল্লাহ (৪২), সাইদুর রহমান (৪৩), নবাব আলী (৫৫), খোকন মিয়া (২৫), উত্তর কান্তনগর গ্রামের খলিলুর রহমানসহ (৪০) কমপক্ষের ১০ আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুদ্দিন ঘটনার সত্য নিশ্চিত করে  বলেন, দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে।