মির্জাপুরে গোড়াকি গ্রামে ৩ জনকে কুপিয়ে জখম
টাঙ্গাইলের মির্জাপুরে ভাইয়ের বউ বাতাসী (৪০) ও দুই ভাতিজি আছিয়া (২২) ও মনিকা (১৫) কে রামদা দিয়ে কুপিয়ে জখম করেছে আতাহার মোল্লা নামে এক ব্যক্তি। শনিবার ভোর সকাল প্রায় ৪টার দিকে উপজেলার লতিফপুর ইউনিয়নের গোড়াকি গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনাটির শব্দ পেয়ে এলাকার লোকজন তাদের তিনজনকে আহতাবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।
সূত্রে জানা গেছে, অনেকদিন আগে থেকেই প্রায়ই তাদের২ পরিবারের সাথে ঝগড়া লাগত, গত চারদিন আগেও ওই দুই পরিবারের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে ভাতিজি মনিরা তার চাচা আতাহার মোল্লার মাথায় কাঠের তৈরি টুল দিয়ে আঘাত করে।

এরই সূত্র ধরে সুযোগ পেয়ে শনিবার ভোর সকালে ঘরে ঢুকে তার দুই ভাতিজিকে রামদা দিয়ে কুপাতে থাকে এমতাবস্থায় তার ভাই বউ তাকে থামাতে গেলে তাকেও কুপিয়ে জখম করে আতাহার মোল্লা।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম মিজানুল হকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এ ধরণের কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
