ছাত্রলীগের আহবায়ক মনিরের উপর সন্ত্রাসী হামলা প্রতিবাদে
কালিহাতীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


গত ১৮ সেপ্টেম্বর ডিবি পরিচয়ে কালিহাতী উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনিরের উপর সন্ত্রাসী হামলা ও ২৫ লক্ষ টাকা ছিনতাই এর প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবীতে কালিহাতীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় কালিহাতী পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিলটি কালিহাতী কলেজ চত্তর থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালিহাতী বাসস্ট্যান্ড চত্তরে এসে কালিহাতী পৌর ছাত্রলীগের আহবায়ক রিমন হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মোলা, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মেহেদী হাসান তুহিন, যুগ্ন আহবায়ক চাঁন মিয়া সরকার, নাহিদুল ইসলাম সিদ্দিকী পলাশ, কালিহাতী কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক জাহিদ হাসান প্রমূখ। বিক্ষোভ সমাবেশটি সঞ্চালনা করেন কালিহাতী পৌর ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক এইচ এল হৃদয়।
বিক্ষোভ সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ৭ দিনের মধ্যে পুলিশ প্রশাসনের লোকদের ঘটনাটি তদন্তের মাধ্যমে অনতিবিলম্বে দোষীদের গ্রেফতারের আহবান জানান।
অন্যথায় ছাত্রলীগ কঠোর কর্মসূচী গ্রহন করলে এর দায়ভার উপজেলা আওয়ামীলীগ নেবে না বলে জানান। এসময় তিনি আরোও বলেন, এলেঙ্গা ইসলামী ব্যাংক থেকে বিগত দিনে এরকম আরো কয়েকটি ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে ইসলামী ব্যাংকের কোন কর্মকর্তা জড়িত কি-না প্রশাসনকে তা খতিয়ে দেখারও আহবান জানান তিনি।
উলেক্ষ্য, গত ১৮ সেপ্টেম্বর ইসলামী ব্যাংক এলেঙ্গা শাখা থেকে কালিহাতী উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির চেকের মাধ্যমে ২৫ লক্ষ টাকা উত্তোলন করে তার প্রাইভেট কার যোগে কালিহাতীর উদ্দ্যেশে রওনাকালে এলেঙ্গা রেলক্রসিং সংলগ্ন ব্রীজ পর্যন্ত পৌছালে তার প্রাইভেট কারটি গতিরোধ করে ডিবি পরিচয়ে ডিবি পোশাকধারী কিছু সন্ত্রাসী তাকে আটক করে সন্ত্রাসীদের গাড়ীতে উঠিয়ে ব্যাপক মারধর করে মারাত্বকভাবে আহত করে সাভার গণ স্বাস্থ্য হাসপাতাল সংলগ্ন রাস্তার পাশে ফেলে উক্ত ২৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।