সুস্থ হয়ে উঠছেন ইরফান খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৩১ এএম, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮ | ৪৯৪
ইরফান খান ভক্তদের জন্য সুখবর। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা। এ দাবি করেছেন তার প্রিয় বন্ধু ও পরিচালক বিশাল ভরদ্বাজ। বিশাল জানিয়েছেন, ইরফান যে সুস্থ হচ্ছেন, তা স্পষ্ট।
 
টুইটারের প্রোফাইল পিকচারও পরিবর্তন করেছেন ইরফান খান। নতুন প্রোফাইল পিকচারে তাঁকে দুর্বল দেখালেও মুখে রয়েছে প্রাণবন্ত হাসি। পরনে হলদে টি-শার্ট। আর কানে হেডফোন।
 
সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাত্কারে বিশাল বলেন, ‘ওর সঙ্গে আমার প্রায়ই কথা হচ্ছে। সুস্থ হচ্ছেন ইরফান। আমাদের প্রার্থনা সবসময়ই রয়েছে ওর সঙ্গে। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে আবার কাজে হাত দেবেন।’
 
তাঁর অসুস্থতার খবর নিয়ে মার্চের মাঝামাঝি সময়টায় অজস্র গুজব রটে। আর তার পর আচমকাই একটা টুইট। সেই টুইটেই নিজের অসুস্থতার খবর জনসমক্ষে এনেছিলেন অভিনেতা ইরফান খান। আর লুকোছাপা না রেখে সে দিনই জানিয়ে দিয়েছিলেন যে তিনি নিউরোএন্ডোক্রিন টিউমারে আক্রান্ত। চিকিত্সার জন্য তড়িঘড়ি লন্ডনেও পাড়ি দিতে হয়েছিল অভিনেতাকে।