মির্জাপুরে ৫২টি পুজা মন্ডপ সরকারী অনুদান পাচ্ছেনা

মির্জাপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭ | ৩৭৪

শারদীয় দুর্গা পুজা উপলক্ষে মির্জাপুরের ৫২টি পুজা মন্ডপের পুজারীরা সরকারী অনুদান পাচ্ছেনা। ওই পুজা মন্ডপ গুলি ব্যক্তিগত হওয়ায় তারা অনুদান পাচ্ছেনা ।

বৃহস্পতিবার মির্জাপুর উপজেলা মাসিক আইন শৃংখলা ও দুর্গা পুজার প্রস্তুতি সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে এই তথ্য জানানো হয়।
সার্বজনীন পুজা মন্ডপ গুলি ৫শ কেজি করে চাল অনুদান পাবে।

মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, এসএম মোজহিদুল ইসলাম মনির, মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম মিজানুল হক, মির্জাপুর কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আকতারুজ্জামান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , পুজা কমিটির নেতৃবৃন্দ সহ প্রমুখ।

সভায় পুজা চলাকালীন আইন শৃংখলা ঠিক রাখার জন্য সার্বক্ষনিক পুলিশের টহল এবং ২৪ ঘন্টা উপজেলা নিয়ন্ত্রন কক্ষ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। নাশকতা এড়াতে রাত আটটার মধ্যে প্রতীমা বিষর্জনের সরকারী সিদ্ধান্ত বাস্তবায়নের আহবান জানানো হয়।
এবছর মির্জাপুরে ২শ ১৯টি পুজা মন্ডপে শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হবে।