৪১৯ জন যাত্রী নিয়ে ছেড়েছে প্রথম হজ ফ্লাইট

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:১৭ এএম, শনিবার, ১৪ জুলাই ২০১৮ | ৪৭৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ছেড়ে গেছে সরকারি ব্যবস্থাপনায় এবারের প্রথম হজ ফ্লাইট। শনিবার (১৪ জুলাই) সকাল ৭টা ৫৫ মিনিটে ফ্লাইটটি ঢাকা জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে।

৪'শ ১৯ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় ফ্লাইটটি। শনিবার (১৪ জুলাই) সকালে সরকারি ব্যবস্থাপনায় যাত্রীদের বিদায় জানাতে ও হজের সার্বিক পরিস্থিতির খবর নিতে বিমান বন্দরে যান বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল ও ধর্মমন্ত্রী মতিউর রহমান। এসময় যাত্রীদের সঙ্গে কুশল বিনিময়ের করেন তারা। এবারের হজ যাত্রা নির্বিঘ্ন হবে বলেও বিমানমন্ত্রী আশ্বাস দেন।