ঝিনাইদহে বাসটার্মিনাল থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ সংবাদাতা
প্রকাশিত: ০৫:৩০ পিএম, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮ | ৫৫৫

ঝিনাইদহ শহরের বাসটার্মিনাল এলাকা থেকে ফেন্সিডিলসহ আব্দুল কাদের (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে টার্মিনালের উত্তরা ইউনিক বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল কাদের মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের মৃত চান্নু শেখের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বাস টার্মিনাল এলাকায় মাদক পাচার হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে সদর থানার সেকেন্ড অফিসার ইসমাইল হোসেন ও এস আই ইউনুস আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিলসহ আব্দুল কাদেরকে আটক করে। আব্দুল কাদের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।