কাউকে ছাড় নয়, মাদকের বিরুদ্ধে পুলিশের যুদ্ধ ঘোষনা- এসপি. বগুড়া

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৬ পিএম, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮ | ১৮২

বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম বলেছেন মাদক ব্যবসায়ী যতই প্রভাবশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশ যুদ্ধ ঘোষনা করেছে। মাদক নির্মূলে পুলিশ বাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। মাদক ব্যবায়ীদের তথ্য দিয়ে পুলিশ কে সহযোগিতা করুন।

এসময় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার বেলা ১১টায় বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের আয়োজনে উপজেলা মিলনায়তনে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মো: রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আনিছুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক ফজলুল হক কাশেম, সাবেক উপজেলা চেয়রম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, প্রমূখ। উক্ত অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।