ঝিনাইদহে এক মাদক ব্যবসায়ীর কারাদন্ড

ঝিনাইদহ সংবাদাতা
প্রকাশিত: ১০:০৪ এএম, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮ | ৫২৯

ঝিনাইদহ সদর উপজেলার লৌহজঙ্গা গ্রামে কাওছার আলী (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এ দন্ডাদেশ প্রদাণ করেন।

দন্ডিত কাওছার আলী ওই গ্রামের আলী হোসেনের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের ইন্সপেক্টর রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সদর উপজেলার লৌহজঙ্গা গ্রামে মাদক ক্রয়-বিক্রয় করছে।

এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এসময় ৫’শ গ্রাম গাঁজাসহ কাওছার আলীকে গ্রেফতার করা হয়। পরে আদালত বসিয়ে তাকে ৩ মাসের কারাদন্ড প্রদাণ করা হয়।

অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের ইন্সপেক্টর রাসেল আলী এএসআই শেখ আববাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই সাইদুল হক, জি.এম শহীদুল ইসলাম, আব্দুল আজিজ খান উপস্থিত ছিলেন।