টাঙ্গাইলে মুক্তিযোদ্ধার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১১:৫২ এএম, সোমবার, ২ জুলাই ২০১৮ | ৪১৫

টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী মাস্টার ও তার সন্তানদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ঘন্টা ব্যাপী টাঙ্গাইল শহীদ মিনারের সামনে টাঙ্গাইল সদর ৫নং ছিলিমপুর ইউনিয়নের জন সাধারনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ডেপুটি জেলা কমান্ডার কদ্দুস মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুক (বিপ্লব), সাধারন সম্পাদক মো. রাশেদ খান মেনন (রাসেল), ছিলিমপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আমিনুর রহমান প্রমুখ। এসময় মানববন্ধনে তিন শতাধিক ৫নং ছিলিমপুর ইউনিয়নের জন সাধারন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৩ই জুন বুধবার সকালে টাঙ্গাইল সদর ৫নং ছিলিমপুর ইউনিয়নের পাকুল্ল্যা গ্রামের তার নিজ বাড়ীতে সন্ত্রাসীরা বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী মাস্টার ও তার সন্তানদের উপর এ হামলা চালায়।