মির্জাপুর পৌরসভার বাজেট ঘোষণা
 
												 
																			টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য ৬ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার ২৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সকালে পৌরসভা মিলনায়তনে মেয়র মো. শাহাদৎ হোসেন এ বাজেট ঘোষণা করেন।
এতে ২ কোটি ২৩ লাখ ১৩ হাজার ২৩ টাকা রাজস্ব আয় এবং ৪ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা উন্নয়ন বরাদ্দের আয় ধরা হয়েছে। সভায় অন্যদের মধ্যে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম, সাবেক সভাপতি নিরঞ্জন পাল, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মির্জাপুর পৌরসভার সচিব মো. আব্দুল হাই ও সহকারি প্রকৌশলী মঞ্জুর হোসেন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাজী আবুল হোসেন, উপজেরা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, পুষ্টকামুরী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শরফুন্নেছা খানম,সরিষাদাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুক্তি সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
 
                         
 
             
            