মেঘনা ব্যাংকের ‘টেপ এন্ড পে’ এজেন্টদের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০১ পিএম, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭ | ২১২

টাঙ্গাইলের মির্জাপুরে মেঘনা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা কার্যক্রম ‘টেপ এন্ড পে’ এজেন্টদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

শনিবার সকালে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলার মির্জাপুর, সখিপুর ও বাসাইর উপজেলার এজেন্টদের নিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম হয়। মোবিলিটি টেপ এন্ড পে বাংলাদেশ এ প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করে।

চতুর্থ প্রজন্মের নতুন এ বিজনেজ সম্পর্কে এজেন্টদের প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন মোবিলিটি টেপ এন্ড পে’র ময়মনসিংহ রিজনের সেলস্ ম্যানেজার সাকিব হোসাইন, অ্যাসিস্ট্যান্ড সেলস্ ম্যানেজার মাসুদুর রহমান ও মেঘনা ব্যাংকের পার্টনার ডিষ্ট্রিবিউটর (মির্জাপুর, সখিপুর ও বাসাইল উপজেলা) ওহী কনসোটিয়ামের মালিক নাজমূল হুদা নবীন।

প্রশিক্ষণ শেষে এজেন্টদের মধ্যে টেপ এন্ড পে কার্যক্রম পরিচালনার জন্য ডিভাইস ও এনএফসি কার্ড হস্তান্তর করা হয়।

প্রশিক্ষণ কার্যক্রমে তিন উপজেলার প্রায় ২৫জন এজেন্ট অংশ নেন।