ইউনিসেফের স্বাস্থ্য সেবা চালু হলো উত্তর কোরিয়ায়

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:২২ পিএম, সোমবার, ২৫ জুন ২০১৮ | ১৮৩

উত্তর কোরিয়ায় চালু হলো ইউনিসেফের স্বাস্থ্য সেবা। বুধবার থেকে জাতিসংঘের শিশু তহবিল সংস্থার এ কার্যক্রম চালু হয়। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শিশুদের স্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে কাজ করবে সংস্থাটি। ইউনিসেফের কার্যক্রম চালুর এ দিন উপস্থিত ছিলেন, উত্তর কোরিয়া ও জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

এ দিন স্থির চিত্রের মাধ্যমে তুলে ধরা হয় কি ভাবে শিশুদের স্বাস্থ্য নিশ্চিত এবং সহায়তা দেয়া হবে। ইউনিসেফ জানায়, উত্তর কোরিয়ার ওপর দীর্ঘদিন আন্তর্জাতিক নিষেধাজ্ঞারোপ থাকায় দেয়া সম্ভব হয় নি কোন সহায়তা। তবে এখন নিশ্চিত করা সম্ভব হবে নিরাপদ পানি, স্যানিটেশনসহ স্বাস্থ্যসম্মত পরিবেশ।