যশোরে বন্দুকযুদ্ধে দুইজন নিহত

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৩ এএম, রোববার, ২৪ জুন ২০১৮ | ৪৭৬

যশোরের মণিরামপুরে সন্ত্রাসীদের দুইপক্ষের ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

রবিবার (২৪ জুন) ভোরে যশোর-চুকনাগর মহাসড়কের বেগারিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন জানান, ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আগেই পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পড়ে থাকা দুটি মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

দুইপক্ষের দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটতে পারে বলেও ধারনা করছে পুলিশ।