বাজার পরিদর্শন, দুই প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা অর্থদন্ড
 
												 
																			আজ ০৬.০৬.২০১৮ ইং বুধবার ঠাকুরগাঁওয়ের কালিতলা এবং গড়েয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার পরিদর্শন টিমের অভিযানে কালিতলায় ভাই ভাই লাচ্ছা কারখানাকে ৩৭ ধারায় ৫০০০/পাঁচ হাজার টাকা এবং গড়েয়ার মুক্তা বেকারি কে ৪৩ ধারায় ক্ষতিকর পোড়া তেল এবং পাউরুটি ফেলে দেওয়া সহ ৫০০০/পাঁচ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
তাছাড়া কালিতলায় বিছমিল্লাহ হোটেলে মিষ্টিতে মরা মাছি পাওয়ায় তা ফেলে দেওয়া সহ ভবিষ্যতে এই ধরনের অপরাধ যেন না হয় সেই বিষয়ে সতর্ক করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ঠাকুরগাঁও-পঞ্চগড়ের সহকারী পরিচালক মোঃ হেলাল উদ্দীন।
সহযোগিতায় ছিলেম, বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটি ঠাকুরগাঁও জেলার সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন বাচ্চু।
উক্ত অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা করেন জেলা সহকারী মার্কেটিং অফিসার সামছুল আলম, ঠাকুরগাঁও সদর থানা পুলিশের তিন সদস্য এবং আনসার ব্যাটালিয়নের তিন সদস্যের টিম। জনস্বার্থে এই ধরনের অভিযান চলছে এবং অব্যাহত থাকবে।
 
                         
 
             
            