মাতাল অবস্থায় তিন মাদক সেবনকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০২:০০ পিএম, মঙ্গলবার, ৫ জুন ২০১৮ | ৪৯৯

টাঙ্গাইলের ভূঞাপুর অভিয়ান চালিয়ে মাতাল অবস্থায় তিনজন মাদক সেবনকারীকে গ্রেফতার করছে ভূঞাপুর থানা পুলিশ

মঙ্গলবার (৫ জুন) রাতে উপজেলার বীরহাটি গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,  উপজেলার বীরহাটি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মো. বাবুল শেখ (২৪), একই গ্রামের মৃত হানিফ তালুকদারের ছেলে মো. সুজন তালুকদার (৩০), বাগবাড়ী গ্রামের মৃত কাছিমুদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলাম (২১)।

জানা যায়, ভূঞাপুর থানা ইনচার্জ অফিসার আব্দুস ছালাম মিয়ার নির্দেশক্রমে কয়েকজন এসআই অভিযান চালিয়ে মাতাল অবস্থায় মাদক সেবনকারীদের গ্রেফতার করে। পরে টাঙ্গাইল আদালতে প্রেরণ করেন।