হাটগোপালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে ইয়াবাসহ মকসেদ শিকদার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে হাটগোপালপুর খাদ্য গুদামের সামনে থেকে তাকে আটক করা হয়। সে বাজারপাড়া এলাকার মৃত মুন্তাজ শিকদারের ছেলে।
হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই তারিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে অভিযান চালিয়ে ২২ পিচ ইয়াবাসহ মকসেদ শিকদারকে আটক করা হয়। সে ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। অভিযানে এ এস আই সাইফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।
