সখীপুরে শেখ হায়েত আলী সরকারের

৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

সখীপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৪২ পিএম, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭ | ৫৯০

টাঙ্গাইলের সখীপুর থানা গঠনের অন্যতম সংগঠক, উপজেলার প্রথম উপ-স্বাস্থ্য কেন্দ্রের একক জমিদাতা এবং সখীপুর পি.এম পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা শেখ হায়েত আলী সরকারের ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পাতিবার সকালে সখীপুর পি.এম পাইলট মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে এ স্মরণ সভার অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় সখীপুর পি.এম পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও বহেড়াতৈল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফেরদৌসের সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সবুর রেজা, সাবেক প্রধার শিক্ষক আমজাদ হোসেন, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন রাজু, শেখ হায়েত আলী সরকারের নাতী শেখ হাসনাত, প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষক সহ ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।