শৈলকুপায় ২ জুয়াড়ি আটক
 
												 
																			ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জামাদীসহ ২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেলে তাদের আটক করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি। আটককৃতরা হলো-শৈলকুপা উপজেলার পদমদি গ্রামের নুরুল জোয়ার্দ্দারের ছেলে আনোয়ার জোয়ার্দ্দার ও ভবানীপুর গ্রামের মজিবর মন্ডলের ছেলে কাবিল মন্ডল।
সিনিয়র সহকারী পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, শনিবার বিকেলে গোপন সংবাদ পেয়ে শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা সরঞ্জামাদিসহ ওই দুইজনকে আটক করা হয়। তারা দীর্ঘ দিন ধরে ঐ এলাকায় জুয়া খেলা কওে আসছিল। পরে তাদের শৈলকুপা থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় জুয়া আইনে একটি মামলা হয়েছে।
 
                         
 
             
            