বগুড়ায় ৩০ পিস ইয়াবা সহ গ্রেফতার দুই

খালিদ হাসান, বগুড়া
প্রকাশিত: ০৪:২৩ পিএম, শনিবার, ১২ মে ২০১৮ | ৪৮৯

বগুড়ার নন্দীগ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে  পুলিশ। গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার গোপালপুর গ্রামের ইয়ার উদ্দিনের ছেলে আবু সাঈদ(৩২) ও বৃকুঞ্চি গ্রামের মৃত শাহাদত আলীর ছেলে শামীম হোসেন (৩৮)।

তাদের প্রত্যেকের কাছ থেকে ১৫ পিস করে ইয়াবা উদ্ধার করা হয়েছে। থানার সেকেন্ড অফিসার ইনামুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে ও অাজ শনিবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ওই দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা দায়ের করা হয়েছে