গাজীপুর সিটি নির্বাচনের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ ইসির

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:০৭ পিএম, রোববার, ৬ মে ২০১৮ | ১৭৩

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আদালতের নির্দেশনা পুরোপুরি হাতে পাওয়ার পর ইসি পরবর্তী করণীয় ঠিক করবে।

আজ রবিবার (৬ মে) বিকেলে রাজধানীর আগারগাঁও নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, টেলিভিশনে তারা দেখেছেন হাইকোর্ট গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন। তবে ইসি এখনো এ আদেশের কোনো কপি পায়নি। যেহেতু ইসি হাইকোর্টের আদেশের বিষয়টি জানতে পেরেছে, তাই নির্বাচনী কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

তবে কি কারণে এই নির্বাচন বন্ধ হয়েছে? সেটি স্থানীয় সরকার বিভাগ নাকি কমিশনের ভুল তা এখনও জানতে না পারলেও আদালতের নির্দেশনার প্রতি সম্মান রেখে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের সকল কার্যক্রম বন্ধ রাখতে সেখানকার রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রাকিব উদ্দিন জানান, মৌখিক নির্দেশ পেয়ে নির্বাচনের কার্যক্রম বন্ধ রেখেছি। তবে এখনও লিখিত নির্দেশনা পাইনি।