বোনের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় চাচাতো ভাইকে কুপিয়ে জখম করলো বখাটেরা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, রোববার, ২২ এপ্রিল ২০১৮ | ৫১১

ফেনীতে এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্তে প্রতিবাদ করায় মেয়েটির চাচাতো ভাইকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। গতরাতে দাগনভূঞা উপজেলার ছিলোনীয়া বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত বখাটে রেজোয়ান ও তার ৩ সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

তবে, অভিযুক্ত রেজোয়ানকে আটক রেখে বাকি ২ জনকে পুলিশ ছেড়ে দিয়েছে। পুলিশ জানায়, শনিবার দুপুরে ছিলোনীয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বখাটে রেজোয়ান ও তার সহযোগীরা উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করে তার চাচাতো ভাই মোমিন। এরই জের ধরে সন্ধ্যায় স্থানীয় বাজারে মোমিনকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বখাটেরা। 

গুরুতর অবস্থায় প্রথমে তাকে ফেনী সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মেয়েটির বাবা আব্দুল খালেক বাদী হয়ে রেজোয়ান ও তার ৩ সহযোগীর নাম উল্লেখ করে দাগনভূঁইয়া থানায় মামলা করেন।