ঝিনাইদহ থানার সফল অভিযানে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক

মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ সংবাদাতা
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮ | ৫১৭

ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া দক্ষিণপাড়া থেকে অস্ত্র ও গুলিসহ রিন্টু বিশ্বাস (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।

রিন্টু বিশ্বাস ওই গ্রামের ইমান আলী বিশ্বাসের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চুটলিয়া দক্ষিণপাড়ায় সন্ত্রাসীরা নাশকতাসহ অপরাধমুলক কর্মকান্ড করার জন্য অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেনের নেতৃত্বে এ এস আই গোলাম হোসেন, আব্দুল আলিম, রাজু আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়।

এসময় রিন্টু বিশ্বাসের বাড়ী থেকে একটি দেশীয় তৈরী ওয়ান শুটার ও ২ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। সে নাশকতাসহ অপরাধমুলক কর্মকান্ড করার প্রস্তুতি নিচ্ছিল বলে জানায় পুলিশ। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।