কাদের সিদ্দিকীর রোগমুক্তি কামনায় বাসাইলে দোয়া মাহফিল

বাসাইল সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০৬ পিএম, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭ | ৪৮১


কৃষকশ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের রোগমুক্তি কামনায় টাঙ্গাইলের বাসাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষকশ্রমিক জনতালীগের উদ্যোগে স্থানীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকশ্রমিক জনতালীগের সভাপতি রাহাত হাসান টিপু, সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান, যুগ্ম সম্পাদক নবীনুর রহমান খান, ছানোয়ার হোসেন, উপজেলা যুব আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর বিন জাফরসহ অন্যরা।

উপজেলা কৃষকশ্রমিক জনতালীগের সভাপতি রাহাত হাসান টিপু বলেন, শনিবার কাদের সিদ্দিকী ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে টাঙ্গাইল জোনারেল হাসপাতালে ভর্তি হন। পরীক্ষার পর জানা গেছে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। পরে তার উন্নত চিকিৎসার জন্য রোববার বিকেলে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।