টাঙ্গাইলে আধুনিক প্রযুক্তির চক্ষু হাসপাতাল উদ্বোধন


উন্নত সেবা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সকল ধরণের চক্ষু রোগের চিকিৎসা প্রদান করতে টাঙ্গাইলে উদ্বোধন করা হলো ‘আশেকপুর চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার’। সেবাধর্মী এই প্রতিষ্ঠানে নাম মাত্র মূল্যে চক্ষু রোগের ব্যবস্থাপত্র দেওয়া হবে। এছাড়াও স্বল্প মূল্যে বিভিন্ন ধরণের অপারেশনের সুবিধা রয়েছে।
গতকাল বুধবার ঢাকা রোডের আশেকপুর এলাকায় হাসপাতালের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।
এসময় উপস্থিত ছিলেন, শহর আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা বাস কোচ ও মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মণি, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির, আ’লীগ নেতা সহিদুর রহমান বাবুল সিদ্দিকী, হাসপাতালের চেয়ারম্যান রাম প্রসাদ সরকার, জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক আহম বজলুর রহিম রিপন, ফজলু, ডা. সামছুল আলম প্রমুখ।
গ্রামের চিকিৎসা সেবা বঞ্চিত সাধারণ মানুষকে স্বল্প মূল্যে তাদের চোখের চিকিৎসা সেবা দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানালেন হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাম প্রসাদ সরকার।