সোমবার ইসিতে আয়-ব্যয়ের হিসাব দেবে আ.লীগ

অালোকিত ডেস্ক
প্রকাশিত: ০৮:২৩ পিএম, রোববার, ৩০ জুলাই ২০১৭ | ২৬৭
আগামীকাল সোমবার নির্বাচন কমিশনে (ইসি) দলের আয়-ব্যয়ের হিসাব দাখিল করবে আওয়ামী লীগ। এর আগে বিষয়টি নিয়ে দলের নেতারা দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বসবেন। রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবণে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দলের আয়-ব্যয়ের অডিট রিপোর্ট উত্থাপন করা হবে। Bisk Club এ বৈঠকে দলের হিসাব-নিকাশ ও অডিটের সঙ্গে সম্পৃক্ত নেতারা উপস্থিত থাকবেন। বৈঠক থেকে আয়-ব্যয়ের হিসাব চূড়ান্ত করা হবে। পরে সোমবার তা ইসিতে জমা দেবেন আওয়ামী লীগের প্রতিনিধিদল। এ বিষয়ে রোববার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রায় এক মাস ধরে আমরা হোমওয়ার্ক করছি। অডিটর দিয়ে দলের হিসাব-নিকাশ অডিট করা হয়েছে। তিনি আরও বলেন, খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে অন্ধকারে ঢিল ছুঁড়তে চাই না। লন্ডনে খালেদা জিয়ার গতিবিধি আমাদের নজরদারিতে আছে। তিনি জানান, ১৫ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি নিয়ে সভায় আলোচনা হয়েছে। এছাড়াও ৮ আগস্ট শেখ ফজিলাতুন্নেসার জন্মদিন, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে পৃথক কর্মসূচি পালন করা হবে। সভায় বগুড়ার মা ও মেয়েকে ধর্ষণ ও নির্যাতন নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, সহযোগী সংগঠনের নেতা হওয়ার কারণে আমরা সরাসরি কোনো ব্যবস্থা নিতে পারছি না। তবে এ বিষয়ে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশের বন্যা পরিস্থিতি ও জেলা-উপজেলায় ত্রাণ বিতরণ নিয়ে তিনি বলেন, আগস্ট মাসে ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে। এজন্য আমাদের প্রস্তুতি আছে। এছাড়াও সভায় মেজর জিয়াউদ্দিনের মৃত্যুতে শোক জানানো হয় বলেও তিনি জানান।