নানা কর্মসূচীর মধ্য‌দিয়ে

বগুড়ায় পা‌লিত হ‌চ্ছে মহান স্বাধীনতা দিবস

বগুড়া প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ০১:৫৭ পিএম, সোমবার, ২৬ মার্চ ২০১৮ | ২০৯
বগুড়ায় নানা কর্মসূচীর মধ্য দি‌য়ে পা‌লিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। অাজ সোমবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তপধ্বনির মধ্যে দিয়ে এ দিবস‌টির শুভ সূচনা করা হয়।
 
শহরের ফুলবাড়ি এলাকায় অব‌স্থিত শহিদ মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও বগুড়া কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন, ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
 
এছাড়া জাতীয় সঙ্গীত পরিবেশনসহ বগুড়া শহিদ চান্দু স্টেডিয়ামে অনু‌ষ্ঠিত হয় ম‌নোমুগ্ধকর কুচকাওয়াজ ও ডিসপ্লে।এসময় কুচকাওয়াজে অংশ নেওয়া বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সালাম গ্রহন করেন জেলা প্রশাসক নুরে আলম সিদ্দিকী ও পুলিশ সুপার মো: আলী আশরাফ ভূঞা বিপিএম।
 
দিনের অন্যান্য কর্মসুচীর মধ্যে রয়েছে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠান।