সখীপুরে মাহিন্দ্রের চাপায় গৃহবধূ নিহত

সখীপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১০ পিএম, শনিবার, ২৬ আগস্ট ২০১৭ | ৫৬৭

টাঙ্গাইলের সখীপুরে মাহিন্দ্রের (ট্রাফি ট্রাক্টর) চাপায় নাজমা বেগম (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বেতুয়া স্থলচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমা বেগম ওই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।


এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সখীপুর-বেতুয়া সড়কের বেতুয়া স্থলচালা এলাকায় একটি মাহিন্দ্র (ট্রাফি ট্রাক্টর) সড়কের নীচু থেকে উচুস্থানে ওঠতে গিয়ে ব্রেকফেইল করে।

এসময় পেছনে থাকা নাজমা আক্তার মাহিন্দ্রের চাপায় গুরুতর আহত হয়। পরে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন