টাঙ্গাইলে ওএমএসের চাল ও আটা বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৯ পিএম, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২ | ১২৭
সরকার উপজেলা পর্যায়ে খোলা বাজারে চাল ও আটা বিক্রি শুরু করছে। আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের ৫২ টি ডিলারের মাধ্যমে এই খাদ্যপণ্য বিক্রি শুরু হবে। এখানে প্রতি কেজি চাল ও আটা যথাক্রমে ৩০ টাকা ও ১৮ টাকায় পাওয়া যাবে।

টাঙ্গাইলের শহরের বটতলা মোড়ে আজ সকাল ৮ টার দিকে টাঙ্গাইল জেলা প্রসাশক ডক্টর আতাউল গণি এ কার্যক্রম উদ্বোধন করেন ।

তিনি জানান, এই চালের আমদানি খরচ ৩৬-৩৭ টাকা হলেও ভর্তুকি মূল্যে বিক্রি হবে। ওএমএসে মানসম্পন্ন চাল বিক্রি হবে জানিয়ে ডিসি বলেন, চালের মজুত সর্বকালের সর্ববৃহৎ। পচার মতো চাল গোডাউনে নেই। মজুতকৃত চাল মানসম্পন্ন, ফলে মানুষ খাবে।
ওএমএস যাতে সঠিকভাবে পরিচালিত হয়, সেজন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে টিম গঠন করা হয়েছে। এ ছাড়া অবৈধ মজুতদার চিহ্নিত করতে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

এসময় টাঙ্গাইল পৌর মেয়র সিরাজুল হক আলমগীর ,পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার উপস্থিত ছিলেন ।