নাগরপুরে আগুনে ক্ষতিগ্রস্থ মন্দির পরিদর্শনে এমপি বাতেন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, রোববার, ১১ মার্চ ২০১৮ | ৫১৭

টাঙ্গাইলের নাগরপুরে ক্ষতিগ্রস্থ কালী মন্দির পরিদর্শন করলেন স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন। রবিবার সকালে দুর্বত্তদের দেয়া আগুনে ক্ষতিগ্রস্থ উপজেলার বেকড়া সিদ্ধেশ্বরী কালী মন্দিরে তিনি পরিদর্শনে যান।

এ উপলক্ষে সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মন্দির কমিটির সভাপতি (ভারঃ) সাধন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বেকড়া আটগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শওকত হোসেন মোল্লা, আসাদুজ্জামান কেসলু, শাহ আলম খান প্রমূখ। এ সময় সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন এমপি ক্ষতিগ্রস্থ কালী মন্দিরে ৪ লাখ টাকার অনুদান দেয়ার ঘোষনা দেন।

উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারী ভোর রাতে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের বেকড়া সিদ্ধেশ্বরী কালী মন্দিরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মন্দিরের পেছনদিক থেকে অগ্নি সংযোগ করে। এতে মন্দিরের কমপক্ষে ৫টি দেবীর মূর্তি পুড়ে যায়।