সংগ্রামপুর ইউপি নির্বাচন কে হবেন প্রথম চেয়ারম্যান?

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩০ পিএম, শনিবার, ১০ মার্চ ২০১৮ | ৩১০
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জমে উঠেছে ঘাটাইলের নবগঠিত সংগ্রামপুর ইউনিয়নের নির্বাচন ৷ সংগ্রামপুর ইউনিয়ন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক আঃ রহিম মিয়া ৷
 
তবে আওয়ামীলীগের আন্তঃকোন্দলের  কারনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংগ্রহন করছেন স্থানীয় সাংসদ আমানুর রহমান খান রানার অনুসারী ও বৃহত্তর সন্ধানপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি গিয়াস উদ্দিন বাবু ৷ এমপি সমর্থকদের সমর্থন থাকায় মাঠ চষে বেরাচ্ছেন গিয়াস উদ্দিন বাবু ৷ এতে করে চাপের মুখোমুখী হতে হচ্ছে নৌকা সমর্থিত আঃ রহিম মিয়াকে ৷ একদিকে সিনিয়র নেতার নৌকার প্রতীক অপর দিকে এমপি সমর্থকদের সমর্থন এনিয়েই জমে উঠেছে সংগ্রামপুর ইউনিয়নের সিনিয়র জুনিয়রের খেলা ৷ কেউ কাউকে ছাড় দিতে নারাজ ৷
 
আর আওয়ামীলীগের এই কোন্দলের সুযোগ পুরুপুরি কাজে লাগাতে মরিয়া বিএনপি ৷ বিএনপি সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান (পালন) ৷ সংগ্রামপুর ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধভাবে ধানেরশীষ প্রার্থীর প্রচারনায় ব্যস্ত ৷ তাদের আশা আওযামীলীগের কোন্দলের ফসল বিএনপির ঘরেই উঠবে ৷
 
সাধারন ভোটারদের কাছে জানতে চাওয়া হলে তারা জানান, সরকার যেন সুষ্ঠ সুন্দর ভাবে ভোটগ্রহনের ব্যবস্থা করেন এবং নির্বিগ্নে যেন প্রত্যেকেই যার যার ভোট দিতে পারেন তাহলেই তাদের ভোটের মাধ্যমেই তাদের যোগ্য প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে পারবেন ৷ তবে সাধারন ভোটারদের ধারনা সংগ্রামপুর ইউনিয় পরিষদ নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে ৷ কে হতে যাচ্ছেন সংগ্রামপুর ইউনিয়নের প্রথম চেয়ারম্যান ? সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিন হ্যাবিওয়েট প্রার্থীই ৷ তবে সতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ইব্রাহিম হোসেন ৷
 
উলেখ্য, বৃহত্তর সন্ধানপুর ইউনিয়ন বিভক্ত হয়ে সংগ্রামপুর ইউনিয়ন গঠিত হয়েছে ৷ সারাদেশের মধ্যে সন্ধানপুর ইউনিয়ন আওয়ামীলীগের ঘাটি হিসেবে পরিচিত ৷ সংসদ নির্বাচনে কখনোই আওয়ামীলীগ পরাজিত হয়নি ৷ তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেশ কয়েকবার বিএনপি সমর্থিত প্রার্থী চেয়ারম্যান হয়েছেন ৷ তবে চায়ের স্টলে একটিই ঝড় একটিই আলোচনা
শেষ পর্যন্ত কে হতে যাচ্ছেন আওয়ামীলীগের ঘাটির একটি অংশের প্রথম চেয়ারম্যান ? 
 
সংগ্রামপুর ইউনিয়নের মোট ভোটার ১৯১৮৬জন ৷