মির্জাপুরে নারী দিবসে নানা আয়োজন

মির্জাপুর (টাঙ্গাইর) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৬ পিএম, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮ | ৩০২

সময় এখন নারীর,উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম শহর কর্মজীবন ধারা। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতীক নারী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে আন্তর্জাতীক গবেষনা সংস্থা চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ ) জাতীয় সঙ্গিত গেয়ে শান্তির প্রতিক পায়ড়া উড়িয়ে দিনের সূচনা করে। পরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে একটি র‌্যালি বের করে।

র‌্যালিটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে কুমুদিনী মেডিকেল কলেজের সতীশ বনিক হলে আলোচনা সভার আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১শে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি।

সিএইচআরএফ এর নির্বাহী পরিচালক প্রপেসর ড. সমীর কুমার সাহার সভাপতিত্বে অন্যদের মধে বক্তৃতা করেন সংস্থার সহকারী পরিচালক মাকসুদা ইসলাম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার, আইসিডিডিআরবি মির্জাপুর ফিল্ড অফিসের ইসচার্জ মো. শামিম হাসান, ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ প্রতিভা হালদার, লেখিকা হেনা সুলতানা প্রমুখ।

অনুষ্ঠান শেষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং অফিসের কর্মীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অপরদিকে মির্জাপুর উপজেলা প্রশাসন নারী উন্নয়ন মেলা র‌্যালি আলেচনা সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনাযেত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার শিফা, সাবেক ভাইস চেয়ারম্যান সালমা সালাম উর্মী, মির্জাপুর কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম মিজানুল হক, মহেড়া ইউপ চেয়ারম্যান বাদসা মিয়া. নারী নেত্রী আলো রানি বিশ্বাস প্রমুখ।

শামসুল ইসলাম সহিদ/এইচএইচ