নাগরপুরে গাড়ি চাপায় অজ্ঞাতনামা মানষিক প্রতিবন্ধির মৃত্যু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩১ পিএম, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮ | ৫০৭

টাঙ্গাইলের নাগরপুরে গাড়ি চাপায় এক অজ্ঞাতনামা মানষিক প্রতিবন্ধী ব্যাক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতের যে কোন সময়ে উপজেলার টাঙ্গাইল-আরিচা মহা সড়কের মাহেমের ব্রীজ সংলগ্ন এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত (৩৫) এর কোন পরিচয় পাওয়া যায়নি।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোর রাতের যে কোন সময়ে উপজেলার টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহা সড়কের মাহেমের ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির সুরতহালে বুঝা যাচ্ছে সে মানষিক প্রতিবন্ধী ছিল।

বিক্ষত অবসস্থায় তার লাশ রাস্তার ওপর পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তাৎক্ষনিকভাবে তার নাম ও ঠিকানা কেহ বলতে পারেনি। এ নিয়ে নাগরপুর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।

মোঃ এরশাদ/এইচএইচ