নাগরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৯ পিএম, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮ | ২০০

‘সময় এখন নারীর ঃ উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা’ এ শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেরা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা শহীনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) জিয়াসমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা এবিএম রাশেদুল আলম, সমাজসেবা কর্মকর্তা মোঃ সৌরভ তালুকদার, উপজেলা প্রকৌশলী এটিএম রবিউল আলম, নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্ভু নাথ সাহা, উপজেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক রৌশনারা মাসুদা, মহিলা বিষয়ক অধিদপ্তরের সিএস বুলবুল আহম্মেদ, নিলমনি চন্দ্র কর্মকার প্রমূখ।

এ সময় উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মোঃ এরশাদ/এইচএইচ