নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ভাষণ নতুন মহিমায়

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪০ পিএম, বুধবার, ৭ মার্চ ২০১৮ | ৭৯৭

নতুন প্রজন্মের কাছে নতুন মহিমায় বঙ্গবন্ধুর ভাষন তুলে ধরা হচ্ছে।

আজ ৭ মার্চ। ১৯৭১ সালের এই দিনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষনের দিন। যে ভাষনে বাঙালী জাতী মুক্তিযুদ্ধে অংশগ্রহনে অনুপ্রানিত হয়েছিল। সেই ঐতিহাসিক ভাষন আজ বিশ্ব স্বীকৃতি প্রাপ্ত। সেই বিশ্ব স্বীকৃতির মহিমায় টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আওয়ামীরীগ কার্যালয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষন শিক্ষার্থীদের শোনানো হচ্ছে।

উপজেলার রাজাবাড়ি কলেজ, পুষ্টকামুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, আলহাজ শফি উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাইমহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমাবেশ ক্লাশে জাতির জনকের সেই ঐতিহাসিক ভাষন শোনানো হয়েছে বলে জানা গেছে।

অন্য বছরের তুলনায় এবছর ৭ মার্চ আলাদা অনুভুতিতে সবার মনে। ইউনোস্কো স্বীকৃতি প্রাপ্ত হওয়ায় এবছর ৭ মার্চকে সবাই ভিন্ন আঙ্গিকে নিয়েছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষনের অনুভুতি ছড়িয়ে দেয়ার লক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে এই আয়োজন বলে রাজাবাড়ি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুর রহমান স্বপন বলেন।